মায়াবী চাঁদ
- রুহুল আমিন ২৯-০৪-২০২৪

আকাশের বুকে মায়াবী চাঁদ
একটু একটু করে লুকিয়ে যাচ্ছে,
নির্ঘুম রাত জেগে বসে আছি আমি একা,
স্বপ্ন দেখা হয়না এখন,
শুধু অপেক্ষা তোমারি,
সোনালি ভোর আসবে বলে।।

প্রতিটি রাত জেগে থাকা ছেলেটি,
হয়তো একদিন আর রাত জাগবে না,
তার পৃথিবীটাই হয়ে যাবে অন্ধকার রুপ।।

আর দেখা হবে না,
সোনালি সকাল
দেখা হবে না তোমার হাসি ভরা মুখ,
আলতা পায়ে নদীর ঘাটে,
হবেনা আর কোনদিন দেখা হবেনা।।

একদিন চলে যাবে ছেলেটি,
সব মায়ার বাঁধন ছিন্ন করে,
ঘুমিয়ে যাবে অন্ধকার পৃথিবীতে,
আর জাগা হবে না নির্ঘুম রাত।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।